মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১১:১৮
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার ঘোষিত ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা প্রত্যাহার করে মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।


১৪ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ওই এলাকার এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।


বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।


বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে তা তারা মানেন না।


এ দিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


কাফরুল থানার ওসি ফারুকুল আলম বলেন, সকালে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। বিস্তারিত পরে জানাব।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com