‘নৌকার পিছনে দৌড়ান, ব্যক্তির পিছনে নয়’
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ১৫:০৭
‘নৌকার পিছনে দৌড়ান, ব্যক্তির পিছনে নয়’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে দেশ স্মার্ট বাংলাদেশে অগ্রসর হচ্ছে। দেশকে সামনের দিকে আরো এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা।


২২ অক্টোবর, রবিবার দুপুর ১২টার দিকে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘বীরের কণ্ঠে বীর গাঁথা’ অনুষ্ঠানে সাক্ষাৎকার শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে সাবেক অতিরিক্ত সচিব (অব.) আনছার আলী খান এসব কথা বলেন।


আনছার আলী খান আরো বলেন, ব্যক্তির সমালোচনা থাকতে পারে তা দলীয় স্বার্থে ব্যবহার করা ঠিক নয়। তাই কোন ব্যক্তির পিছনে না দৌড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করে নৌকা দিবেন- সেই নৌকার পিছনে দৌড়ান। মানুষে পিছনে দৌড়ালে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসবে না।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কাউছার আলী, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সভাপতি মহসিন আলী, সহ-সভাপিত সাইদুল আনাম, সাধারণ সম্পাদক বখতিয়ার খানসহ দৌলতপুরের সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ।


বিবার্তা/শরিফুল/রোমেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com