জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় উদ্যোক্তাকে আদালতে সোপর্দ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১৯:৪৯
জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় উদ্যোক্তাকে আদালতে সোপর্দ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগ‌ঞ্জের ধর্মপাশা উপ‌জেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়‌ন প‌রিষ‌দ স‌চিব রুহুল আমিন রু‌বেল ও ‌উদ্যোক্তা আকবর হো‌সে‌ন দুই মা‌সেরও বে‌শি সময় ধ‌রে জা‌লিয়া‌‌‌‌তির মাধ‌্যমে অ‌‌বৈধভা‌বে জন্মনিবন্ধন ক‌রে আস‌ছে।


বিষয়‌টি জান‌তে পে‌রে গত বৃহস্প‌তিবার সা‌ড়ে আটটার দি‌কে ইউ‌‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান নাস‌রিন সুলতানা দিপা তা‌দের বিরু‌দ্ধে ধর্মপাশা থানায় লি‌খিত অভি‌যোগ ক‌রেন।


জানা গে‌‌ছে, স‌চিব এবং উদ্যোক্তা দুজ‌নেই চেয়ারম‌্যা‌নের ইউজার আইড‌ি ও পাসওয়ার্ড ব‌্যবহার ক‌রে স্থানীয়‌দের জন্ম নিবন্ধন সনদ তৈ‌রির কাজ কর‌তো। কিন্তু গত ১ আগস্ট থে‌কে ১০ অক্টোবর পর্যন্ত দুজ‌নে মি‌লে ব‌হিরাগত ১৭‌টি জন্ম নিবন্ধন সনদ তৈ‌রি ক‌রে।


নাস‌‌রিন সুলতানা দিপা ল‌ক্ষ্মিপুরের রায়পুর উপ‌জেলার দ‌ক্ষিণ আবা‌বিল ইউনিয়‌ন প‌‌রিষদ চেয়ারম‌্যান নূ‌রে আলম জিকুর কাছ থে‌কে বিষয়টি জান‌তে পা‌রেন। এ ব‌্যাপা‌রে স‌চিব ও উদ্যোক্তা‌কে জিজ্ঞাসাবাদ ক‌র‌লে তারা অপরাধ স্ব‌ীকার ক‌রে।


ইউ‌‌‌পি চেয়ারম‌্যান নাস‌রিন সুলতানা দিপা ব‌লেন, স‌চিব এবং উ‌‌দ্যোক্তা তা‌দের অপরাধ স্বীকার ক‌রে‌ছে। উদ্যোক্তার বিরু‌দ্ধে মামলা করা হ‌য়ে‌ছে। স‌চি‌বের বিরু‌দ্ধে প্রশাস‌নিক ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।


ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ ‌মিজানুর রহমান ব‌লেন, উদ্যোক্তার বিরু‌দ্ধে মামলা গ্রহণ করা হ‌‌য়ে‌ছে এবং তা‌কে আদাল‌‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে।


বিবার্তা/শহীদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com