নোয়াখালীতে ইন্টার্ন ভাতার দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১৫:৩৩
নোয়াখালীতে ইন্টার্ন ভাতার দাবিতে নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইন্টার্নশিপ চলাকালীন সময়ে ভাতার দাবিতে নোয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন নার্স ও মিডওয়াইফবৃন্দ।


রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা।


কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইন্টার্ন নার্স সাখাওয়াত হোসেন, বাবলু চন্দ্র দাস, মাহমুদা আক্তার ও মনিষা খাতুন সহ অনেকে।


বক্তারা বলেন, এমবিবিএস, বিএসসি নার্স সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইন্টার্ন করার সুযোগ পায়। তাদের প্রত্যেকের জন্য ইন্টার্নশিপ চলাকালীন সরকারিভাবে ভাতা নির্ধারণ করা হয়। গত বছর থেকে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের ইন্টার্নশিপ চালু করা হয় এবং তাদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়। কিন্তু গত দুই বছর ইন্টার্ন করা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফদের কোনো প্রকার ভাতা দেওয়া হচ্ছে না। ফলে মানবেতর জীবন যাপন করছেন তারা।


ইন্টার্ন ডিপ্লোমা নার্সরা জানান, তাদের যৌক্তিক দাবি মেনে না নিলে তারা এ কর্মবিরতি থেকে আরও কঠোর আন্দোলনে যাবেন। নিজেদের দাবি আদায়ের সাথে সাথে সাধারণ রোগীদের কথা মাথায় রেখে এবং তাদের সেবা নিশ্চিত করতে ১৬জন একটি নার্সের সমন্বয়ে জরুরি গ্রুপ করেছেন তারা।


বিবার্তা/সবুজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com