হাঁস চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৮
হাঁস চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের শৈলকুপায় হাঁস চুরিকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।


১১ সেপ্টেম্বর, সোমবার সকালে একই উপজেলার গোকুলনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন টেঁটা বিদ্ধ সহ ৫ জন আহত হয়েছে।


সরেজমিনে দেখা যায়, সাত দিন আগে পাশের গ্রামের নিল চাঁদ গোকুল নগর গ্রামের কিতাব খা এর পাতি হাস চুরি করে। পরে এই ঘটনা নিয়ে আমজাদ বিশ্বাস ও শুকুর আলীর সমর্থকদের মাঝে উত্তেজনা চলে আসছিল। তারই জের ধরে আমজাদের সমর্থকরা শুকুর আলীর সমর্থক সেকেন্দার আলীকে বেধড়ক মারধর করে। সেই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের হয়।


গতকাল আমজাদ এর সমর্থকরা মামলা থেকে জামিন হয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য শুকুর আলীকে হুমকি প্রদান করেন। আজ সকালে শুকুর আলীর ভাই মাঠে গেলে আমজাদের সমর্থকদের সাথে তর্কবিতর্ক হয়। এই ঘটনার জের ধরে আমজাদের শতাধিক সমর্থকরা সকাল ৯টার সময় দেশীয় অস্ত্র নিয়ে শুকুর আলী বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। এসময় আহত হয় ৫ জন।


আহতদের মধ্যে আলমগীর হোসেন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার বাম পায়ে টেটাবিদ্ধ হয়েছে।


শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গোকুলনগর গ্রামের দুই পক্ষের মাঝে মারামারি হয়েছে। এতে ৫ জন আহত হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি এখন শান্ত।


বিবার্তা/রায়হান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com