মোংলায় রডের কয়েলের চাপায় শ্রমিক নিহত
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৪:৫৩
মোংলায় রডের কয়েলের চাপায় শ্রমিক নিহত
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোংলায় লোহার রডের কয়েলের নিচে চাপা পড়ে মো. জামাল (৪৫) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন।


সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় মোংলা বন্দরের ৪ নম্বর ইয়ার্ডে কাজ করার সময় এ ঘটনা ঘটে।


নিহত জামাল মোংলা পৌরশহরের করস্থান রোডের আব্দুল হামিদের ছেলে। তার শ্রমিক কার্ড নম্বর-৭৬৩।


মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, বন্দরের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স লাবণ্য এন্টারপ্রাইজের রডের কয়েল কনটেইনার থেকে ফর্ক লিফটারের মাধ্যমে ট্রাকে লোড দেয়ার সময় রডের কয়েল শ্রমিক জামালের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।


পরে তাকে উদ্ধার করে প্রথমে মোংলা পোর্ট হাসপাতালে এবং রাত ১০টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/রাজু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com