মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে বাসের ধাক্কা, আহত ৩
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩, ১৮:২০
মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে বাসের ধাক্কা, আহত ৩
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে বিআরটিসি বাসের ধাক্কায় তিনজন আহত হয়েছেন।


রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষোলঘর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন- বিআরটিসি বাসচালকের সহকারী মো. সজিব (২৪), যাত্রী নুর উদ্দিন আহম্মেদ (১০২) ও হাজেরা বেগম (৮০)।


শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিআরটিসির একটি বাস ঢাকা থেকে শরীয়তপুর যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে বাসটি ষোলঘর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় চালকের সহকারীসহ তিনজন আহত হন। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


এদিকে দুর্ঘটনার পর যানচলাচল ব্যাহত হওয়ায় মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির দীর্ঘসারি তৈরি হয়। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে এসব গাড়ির চাপ পড়ে পদ্মা সেতুর টোল প্লাজায়।


মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক জিয়াউল হায়দার বলেন, দুর্ঘটনার পর সড়কে আটকে থাকা সব গাড়ি একসঙ্গে টোলপ্লাজায় চলে এসেছে। এজন্য পেছনে থাকা গাড়িগুলোকে কিছুটা বেশি সময় অপেক্ষা করতে হয়। তবে কোনো যানজট নেই।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com