প্লেনের খালি সিট থেকে এক ডজন সোনার বার উদ্ধার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ১১:২৬
প্লেনের খালি সিট থেকে এক ডজন সোনার বার উদ্ধার
চট্টগ্রাম প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার একটি প্লেন থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস হাউজ। এসব সোনার ওজন ১ কেজি ৩৯২ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।


সোমবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ এপ্রিল) রাত পৌনে ৯টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটের ১৫এফইডি সিটের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।


ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়া প্লেন রোববার রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এ সময় প্লেনটির এক ক্রু আমাদের জানান যে, ১৫এফইডি সিটে সোনা বা সন্দেহজনক কিছু থাকতে পারে। এর ভিত্তিতে ওই সিটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২টি সোনার বার পাই। ওই সিটটা কারো নামে রিজার্ভ করা ছিল কি না বা কীভাবে সিটের নিচে এগুলো এসেছে, আমরা সেটা বের করার চেষ্টা করছি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com