লক্ষ্মীপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ১০:৪১
লক্ষ্মীপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে মাসব্যাপী শুরু হয়েছে বিসিক উদ্যাক্তা 'ক্ষুদ্র ও কুটির' শিল্প মেলা-২০২৩। শুক্রবার ৮টার দিকে আউটার স্টেডিয়াম মাঠে ফিতা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।


লক্ষ্মীপুর জেলা বিসিক কার্যালয়ে আয়োজন এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।


অতিরিক্ত জেলা প্রশাসক নূর-এ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, পুলিশ সুপারের সহধর্মিণী সেলিনা মাহফুজা, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ প্রমুখ।


বক্তরা বলেন, এ প্রথম বিসিক শিল্প নগরীর উদ্যোগে লক্ষ্মীপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে। মেলা হচ্ছে বাঙালির ঐতিহাসিক মিলনমেলা। মানুষ সকল দুঃখ বেদনা মুছে পরিবার-পরিজন নিয়ে মেলায় ঘুরতে আসে। পছন্দের জিনিসপত্র কেনাকাটা করতে আসেন। একজন উদ্যাক্তা তার শ্রম ও মেধা দিয়ে মেলার দোকানগুলো সাজিয়ে রাখছে।


আলোচনা শেষে আগত অতিথিরা মেলার স্টল গুলো পরিদর্শন করে। পরে মাঠের উত্তর পাশে আতশবাজি ফুটানো দৃশ্য উপভোগ করেন।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com