এআই চ্যাটবট ‘গ্রক’ চালু করছে এক্স
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:২৫
এআই চ্যাটবট ‘গ্রক’ চালু করছে এক্স
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধার নিজস্ব চ্যাটবট চাল করছে খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)।


এক্সএআইয়ের তৈরি ‘গ্রক’ নামের চ্যাটবটটির পরীক্ষামূলক সংস্করণ শিগগিরই উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে এক্সের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীরা গ্রক চ্যাটবট ব্যবহারের সুযোগ পাবেন।


ইলন মাস্ক এক বার্তায় জানিয়েছেন, এক্স প্ল্যাটফর্ম থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে পারবে গ্রক চ্যাটবট। শুধু তা–ই নয়, ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেও ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। এর ফলে যেকোনো বিষয়ে দ্রুত হালনাগাদ তথ্য জানা যাবে। ফলে অন্য চ্যাটবটের তুলনায় গ্রক চ্যাটবটে বাড়তি সুবিধা পাওয়া যাবে।


গত জুলাই মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট তৈরির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে ‘এক্সএআই’ প্রতিষ্ঠান চালু করেন ইলন মাস্ক। তখন বলা হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন প্রতিষ্ঠানটির লক্ষ্য হবে মহাবিশ্বকে জানা। ডিপমাইন্ড, ওপেন এআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টেসলার সাবেক কর্মীদের নিয়ে গড়া এক্সএআই প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন ইলন মাস্ক।


সূত্র: টেক ক্রাঞ্চ


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com