
তীব্র তাপদাহে চরম বিপর্যস্ত সারা দেশের মানুষ। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্প আঘাত হেনেছে।
২৮ এপ্রিল, রবিবার রাত ৮টা ৫ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজশাহী।
অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪। ফলে বেশিরভাগ মানুষ ভূমিকম্পটি অনুভব করতে পারেননি।
আবহাওয়া দফতরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম জানিয়েছেন, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনো কিছু জানতে পারেনি। ভূমিকম্প রেকর্ড করার মতো শক্তিশালী তথ্যও তাদের কাছে আসেনি।
এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।
রাজশাহী সদরের কয়েকজন বাসিন্দা জানান, তারা খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতেও পারেননি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]