
পঞ্চগড় পৌর সভার ৯টি ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন করলেন পৌর মেয়র জাকিয়া খাতুন।
২৮ এপ্রিল, রবিবার বিকেল ৩টায় পৌরসভার মাহাবুব প্লাজার সামনে ড্রেনেজ পরিষ্কার কাজের উদ্বোধন করা হয়।
এ সময় পৌর মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা তাদের নির্ধারিত কাজের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজ করবেন। সামনে বর্ষাকাল। দ্রুত পরিষ্কার না করলে জলাবদ্ধার সৃস্টি হবে।
এ সময় পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, বাসার আবর্জনা ফেলার জন্য আমরা ডাস্টবিনের ব্যবস্থা করেছি। তারপরেও ড্রেনে অসংখ্য পলিথিন, ময়লা, আবর্জনা ফেলা হয়। এতে ড্রেন জ্যাম লেগে যায়। পানি চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের গাড়ি পৌরসভার ৯ টি ওয়ার্ডে গিয়ে ময়লা নিয়ে আসে। ময়লা ফেলার জন্য প্রতিটি মহল্লায় বাসা বাড়ির সামনে নির্দিষ্ট জায়গা রয়েছে তারপরেও ড্রেনে ফেলা হয়। এটি না করার অনুরোধ করেন তিনি।
এসময় পৌরসভার পানি শাখার স্যানিটারি শাখার অফিসার হুমায়ুন কবীরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]