
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই ভাইবোন মারা গেছে।
২৮ এপ্রিল, রবিবার বিকেলে উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের আকসার মোল্লার ছেলে আবু বক্কর মোল্যা (৬) ও বাঘাট গ্রামের সুজন শেখের মেয়ে আয়েশা (৭)। তারা সম্পর্কে দুজনের মামাতো ও ফুফাতো ভাইবোন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, কয়েক দিন আগে মা ও ভাইয়ের সঙ্গে কানুরিয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে শিশু আয়েশা। আজ বিকেলে মামাতো ভাই আবু বক্কর ও ভাই আদিলকে নিয়ে সে মামার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় দুজন পুকুরের পানিতে তলিয়ে গেলে আদিল বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়।
ওসি আশরাফুল আলম বলেন, পরিবারের লোকজন ও এলাকাবাসী বিষয়টি জানতে পেরে ওই পুকুরে নেমে খোঁজাখুজি শুরু করেন। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]