
চট্টগ্রামে হিট স্ট্রোকে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
২৮ এপ্রিল, রবিবার সকালে চট্টগ্রাম নগরের বাসা থেকে মাদরাসায় কর্মস্থলে যাওয়ার পথে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন।
তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মোস্তাক আহমেদ কুতুবীর সহকর্মী আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্যসচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মো. মোস্তাক আহমেদ আমাদের সংগঠনের সহ-সভাপতি ছিলেন।
তিনি সকালে নগরীর চান্দগাঁও এলাকার বাসা থেকে মাদরাসায় যাওয়ার সময় সকাল ৯টায় পায়ে হেঁটে কালুরঘাট ফেরিতে উঠেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মাথা ঘুরে পড়ে যান।
তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]