দিনাজপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১১:১১
দিনাজপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্‌যাপন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় 'স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ' স্লোগানে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্‌যাপন করা হয়েছে।


২৮ এপ্রিল, রবিবার সকালে প্রতিষ্ঠানটির আয়োজনে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ সময় গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা.এম আমজাদ হোসেন।


তিনি বলেন, টেকসই উন্নয়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।


ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম শরীফুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউটের ডিন অব অ্যাকাডেমিক কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, এবি ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়সহ শিক্ষক-শিক্ষার্থীগণ।


বিবার্তা/জামান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com