শিরোনাম
একজন সৎ ও উপযুক্ত নির্বাহী : আরেফিন সিদ্দিক স্যার
প্রকাশ : ০১ আগস্ট ২০১৭, ১৫:০৪
একজন সৎ ও উপযুক্ত নির্বাহী : আরেফিন সিদ্দিক স্যার
প্রশান্ত ভূষণ বড়ুয়া
প্রিন্ট অ-অ+

সেই প্রথম বর্ষ থেকে আমার অসম্ভব প্রিয় শিক্ষক অধ্যাপক আরেফিন সিদ্দিক, আমাদের আরেফিন স্যার। যদিও তিনি আমার বিভাগীয় শিক্ষক ছিলেন না, অথচ চূড়ান্ত অর্থে শেষ পর্যন্ত তিনি শিক্ষকই, তখনো যেমন, এখনো তেমনিl উনার সান্নিধ্যে আসার পর ইয়ার লস দিয়ে হলেও বিভাগ পরিবর্তনের এক দুর্দমনীয় ইচ্ছা জেগেছিল। কারণ, এমন শিক্ষকের কাছে শেখার অনেক কিছু আছে। শেষ পর্যন্ত উনার মৃদু ধমকে অবশ্য তা কার্যকর করতে পারিনি। কিন্তু ওনার কাছ থেকে শেখার পথ উন্মুক্ত হয়ে গেছে।


কোনো সন্দেহ নাই উনার মত মানুষ যত উচ্চ জায়গায় থাকবেন, দেশের জন্য ততই উচ্চতর কল্যাণ নিশ্চিত হবে। দলমত নির্বিশেষে কত অজস্র ছাত্রের বেতন নিজের বেতন থেকে দিয়েছেন তার কোনো হিসেব নেই ।


অধ্যাপক আরেফিন সিদ্দিক আপাদমস্তক একজন সৎ ও সত্যনিষ্ঠ মানুষ। উনার এই সততা স্বীয় ব্যক্তিত্বে, নীতিচারণে ও অন্যের উপকারে। কোমলে কঠোরে তিনি উপযুক্ত নির্বাহী। এটা আমার একান্ত বিশ্বাস, অন্যরা দ্বিমত করতে পারেন, আমার বিশ্বাস তাতে একটুও টলবে না।


লেখক : ডীন, ইউরোপিয়ান কলেজ অফ ল, যুক্তরাজ্য


[email protected]


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com