শিরোনাম
সোনার নৌকা নয়, সোনার মানুষ চাই
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৮:১৮
সোনার নৌকা নয়, সোনার মানুষ চাই
আসিফ ইকবাল অনীক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু বলেছিলেন "সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই।"


এমনই এক সোনার মানুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অকুতোভয় সৈনিক এবং দেশরত্ন শেখ হাসিনার আস্থা ও স্নেহভাজন আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন এমপি।


গত ২০ মে সকালে দশমিনা উপজেলার নবগঠিত চর বোরহান ইউনিয়নে কিছু উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করতে চর বোরহান যান আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন এমপি।


এ উপলক্ষে আয়োজিত জনসভার শুরুতেই এমপি মহোদয়কে একটা নৌকা উপহার দিতে এগিয়ে আসেন ৭ নং চর বোরহান ইউনিয়নের নবনির্বাচিত চেয়্যারমান নজির সরদার। নৌকাটি পিতলের তৈরি, তবে ওপরে স্বর্ণের প্রলেপ দেয়া।


৫০ হাজার টাকার বেশি ব্যয়ে তৈরি নৌকাটি উপহার হিসাবে নিতে নারাজ হন আ.খ.ম জাহাঙ্গীর এমোপি। তিনি সকলের উদ্দেশে বলেন,আমার সোনার নৌকা চাই না, আমি চাই নৌকার পাগল কিছু সোনার মানুষ।


এমপি মহোদয়ের এই সিদ্ধান্তে মুগ্ধ হয়ে হাজারো মানুষ স্লোগান তোলে - জাহাঙ্গীর ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।


এই জনপদে তাঁর উন্নয়নের বর্ণনা না দিয়ে শুধু এটুকুই বলতে চাই, এই সুবিধাবঞ্চিত চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন এমপি'র কোনো বিকল্প সৃষ্টি হয়নি বলেই আমার ও গলাচিপা-দশমিনাবাসীর বিশ্বাস।


লেখক: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com