শিরোনাম
‌‘খালেদা জিয়ার আনলাকি থার্টিন প্রস্তাব অগণতান্ত্রিক’
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ২২:৩১
‌‘খালেদা জিয়ার আনলাকি থার্টিন প্রস্তাব অগণতান্ত্রিক’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাবের সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, তিনি ভোট সুরক্ষার বিশদ ফর্মূলা দিয়েছেন। এ যাবৎ সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত করার কথা বলেছেন। এতে জামায়াতকে সাথে নেয়ার প্রস্তাব দিয়েছেন। খালেদা জিয়াকে শুভ চিন্তার যোগফলে তৈরি হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে।


খালেদা জিয়ার এ আনলাকি থার্টিন (১৩) প্রস্তাব অগণতান্ত্রিক উল্লেখ করে তিনি বলেন, অগণতান্ত্রিক ও অরাজনৈতিক ব্যবস্থার ওপর খালেদা জিয়ার যতটা আস্থা, ততটা রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর নেই। তারপরও তিনি গণতন্ত্র-গণতন্ত্র বলে সব সময় চিৎকার করেন।


মুুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র ৭৮-তম জন্মদিনের আলোচনা সভায় রবিবার তিনি এ কথা বলেন।


যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ মণি লেখা-পড়া করার সময় থেকেই সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সাথে জড়িত হন। ১৯৬০ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। আন্দোলন, সংগ্রাম করেন ও মিথ্যা মামলায় বারবার গ্রেফতার হন। ছাত্ররাজনীতি, যুব রাজনীতি, শ্রমিক রাজনীতি সুসংগঠিত করেছেন। তিনি একজন আদর্শ নিষ্ঠাবান রাজনীতিবিদ সংগঠক, সুবক্তা, সুলেখক। তিনি সম্পাদকীয় ছাড়াও স্বনামে-বেনামে, উপ-সম্পাদকীয় ও প্রবন্ধ লিখতেন। তার নিজ সম্পাদনায় বাংলার বাণী, বাংলাদেশ টাইমস, সিনেমা পত্রিকা প্রকাশ করেন। দৈনিক ইত্তেফাক ও দি পিপলস পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন।



শেখ মণি স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর চারজন সেক্টর কমান্ডারের একজন ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ে গঠিত পুর্বাঞ্চাল সেক্টরের দায়িত্বে ছিলেন শেখ মণি। ৭১-এ তার নেতৃত্বে বিএলএফ পার্বত্য চট্টগ্রামে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে ১৬ ডিসেম্বর রাঙ্গামাটিতে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।


প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, গণতন্ত্র, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে প্রধান সম্পদ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন’। তাই আজ বিশ্বের কারখানা হবে দক্ষিণ এশিয়ার এই বাংলাদেশ। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উন্নয়নশীল দেশের শীর্ষে বাংলাদেশ। তাই আজ সাদা এলাচসহ দেশেই ১৩ মসলার ২৮ উফশীজাত উৎপাদন হয়। যেকোন মৌসুমে পিয়াঁজ আবাদ করা যাবে। ওয়াল্ড ওয়েলথ রিপোর্টে বাংলাদেশের মানুষের সম্পদ বেড়েছে। সবুজ পোশাক শিল্পে শীর্ষে বাংলাদেশ, সবুজ শিল্পে নিরব বিপ্লব।


খালেদা জিয়ার সমালোচনায় যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, জামায়াতকে কিভাবে পেছনের দরজা দিয়ে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দেয়া যায় সেই চেষ্টাই বিশেষভাবে করেছেন তিনি। তার অন্য প্রস্তাবগুলো- দেশে গণতান্ত্রিক শাসনের ধারাবাহিকতা রক্ষায় সাহায্য না করে তা নষ্ট করার কাজেই সহায়তা করবে।


তিনি বলেন, খালেদার এই প্রস্তাবের উদ্দেশ স্পষ্ট। রাষ্ট্রপতির সাথে প্রস্তাবিত বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত বিএনপি মানবে না। আলোচনা শেষ করতে না নির্বাচন ঝুলিয়ে রাখবে এবং দেশে যাতে অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, সুব্রত পাল, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি জাফর আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাসভীরুল হক অনু, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।


বিবার্তা/বিজ্ঞপ্তি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com