
দলের মহাসমাবেশ সফল করা জন্য শুক্রবার রাজধানীর কারওরান বাজারে প্রচারণ চালিয়েছেন জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
তিনি কারওরান বাজারের জনতা টাওয়ার, ফলের আড়ৎ ও ২নং কাচাবাজারে সাধারণ মানুষের কাছে মহাসমাবেশে অংশ নেয়ার আহবান জানিয়ে লিফলেট বিলি করেন।
পরে তিনি কারওরান বাজার আম্বর শাহ্ মাজারের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে জাপা মহাসচিব বলেন, এই মহাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণের কাছে যে সাড়া পড়েছে তাতে প্রমাণ হয় মানুষ আবার এরশাদকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। এই মহাসমাবেশের পর আমাদের বসে থাকলে চলবে না, আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাদের যার যার এলাকায় চলে যেতে হবে। কারণ আমরা একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, জাপা নেতা মোস্তফা কামাল, হেলাল উদ্দিন, ফজলুল হক ফজলু, নাসিম হাওলাদার প্রমুখ।
বিবার্তা/বিপ্লব/মনোজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]