শিরোনাম
‌বিএনপি প্রার্থী না দিলেও দল বেঁধে ভোট দিয়েছে : যুবলীগ চেয়ারম্যান
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ২০:৩১
‌বিএনপি প্রার্থী না দিলেও দল বেঁধে ভোট দিয়েছে : যুবলীগ চেয়ারম্যান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়নি ঠিক, তবে দল বেঁধে ভোট দিয়েছেন দলটির নেতারা।


শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিজয় দিবসের ৩১ ডিসেম্বরের আলোচনা সভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী বিএনপির উদ্দেশে এসব কথা বলেন।


যুবলীগ চেয়ারম্যান বলেন, ২৮ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় দেখলাম ঠাকুরগাঁওয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি মহিলা দলের আহ্বায়ক ফোরাতুন নাহার ভোট দিচ্ছেন। ব্যারিস্টার মওদুদ সাহেব, রুহুল কবির রিজভী সাহেবরা বলেছেন, জেলা পরিষদের নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক আবার বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাহেব বলেছেন রসিকতার এই নির্বাচন। এরা হলেন কেন্দ্রীয় নেতা। আর তৃণমূলের বিএনপি-জামায়াত নেতারা দল বেঁধে ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদেরই।


তিনি বলেন, বিএনপি নেতারা জেলা পরিষদের ভোটকে সংবিধান পরিপন্থী ও রসিকতার ভোট বলে আখ্যায়িত করেছেন। এ নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও ধ্বংস করবে বলেও বক্তব্য দিয়েছেন। তারাই আবার দল বেঁধে ভোট দিয়েছেন। এটা আবার কোন রসিকতা?


ওমর ফারুক চৌধুরী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। স্পিকার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি ও স্পিকার যেভাবে নির্বাচিত হন, সেভাবে ইলেক্ট্রোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নয়।


ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, ঢাকা মহানগর সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন প্রমুখ।


এ সময় ঢাকা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, কাজী ইব্রাহিম খলিল মারুফ এবং শ্যামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আলমগীর হোসেনকে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী মিষ্টিমুখ করান ও অভিনন্দন জানান।


যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী আগামী ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ৩ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউতে বেলা ২টায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশকে সফল করার লক্ষ্যে ৭ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভা সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।


বিবার্তা/বিজ্ঞপ্তি/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com