শিরোনাম
দানবের কাছে মাথানত করে বাঁচতে চাই না : কাদের সিদ্দিকী
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭
দানবের কাছে মাথানত করে বাঁচতে চাই না : কাদের সিদ্দিকী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, নির্দিষ্ট সময় বাঁচতে চাই। কোনো দানবের কাছে মাথানত করে আমি বাঁচতে চাই না।


শিক্ষক নিহতের ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শুক্রবার দুপুরে এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।


তিনি বলেন, পুলিশ কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষকদের নির্মমভাবে মেরে আহত করলো, একজন শিক্ষক মারাও গেলেন। এর বিচার জনসম্মুখে হওয়া উচিত। দেশটা ধীরে-ধীরে পুলিশি দেশ হয়ে যাচ্ছে।


তিনি দু’জন শিক্ষকের বক্তব্যের সমালোচনা করে বলেন, আপনাদের বক্তব্যে কোনো দরদ ও সহানুভূতি ছিল না, আপনাদের কাছ থেকে জাতি কি আশা করবে, শিক্ষার্থীরা কি শিক্ষা নেবে। আপনাদের আরও বেশি সচেতন ও তুখোর হতে হবে।


তিনি আরও বলেন, পুলিশের অনুমতি নিয়ে যারা মিছিল করে, বিক্ষোভ করে তারা পুলিশের পায়ের নিচেই থাকে। পুলিশ ক্যাম্পাসের ভেতরে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের পেটালো। আমি এ কলেজের ছাত্র হলে অন্তত তিন পুলিশের রান তুলে ফেলতাম। আমি আজ মারামারি করার জন্য আসিনি। আমি দেশে শান্তি চাই, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহে শান্তি চাই। মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে যে কলেজের ঐতিহ্য মিশে আছে সেই কলেজ সরকারি হওয়ার দাবি যৌক্তিক। আমি এ দাবির সাথে সমর্থন জানাতে এখানে এসেছি।


ফুলবাড়ীয়ায় কলেজে শিক্ষকসহ দু'জন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসে কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী।


উলে­খ্য, গত রবিবার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কলেজের শিক্ষক আবুল কালাম (৫৫) ও সফর আলী (৬০) নিহত হন।


বিবার্তা/শাকিল/মনোজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com