শিরোনাম
প্রধানমন্ত্রীর সম্মানে নাসিক নির্বাচনে প্রার্থী দেবে না জাপা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১৭:২৩
প্রধানমন্ত্রীর সম্মানে নাসিক নির্বাচনে প্রার্থী দেবে না জাপা
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনেপ্রার্থী দিচ্ছে না জাতীয় পার্টি। এ সিদ্ধান্তের ফলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা ও ধানের শীষের লড়াইয়ে জয়-পরাজয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়ালো জাতীয় পার্টির ভোট ব্যাংক।


রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ জেলা নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।


বৈঠকে উপস্থিত সবাই জাতীয় পার্টির স্থানীয় এমপি সেলিম ওসমানকে মেয়র
প্রার্থী হওয়ার ব্যাপারে মত দিয়েছিলেন। এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের
দাবির পরিপ্রেক্ষিতে তিনি বৈঠকে আসেন।


রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের পরে বিবার্তাকে জানান, নাসিক নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দেবে কিনা সে ব্যাপারে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে।


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না জানিয়ে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান বিবার্তাকে বলেন, দলের প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুর পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিম ওসমান এবং আমাদের দলের প্রতি সম্মান দেখিয়ে উপ-নির্বাচনে লাঙ্গলের প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী ওই সময় আওয়ামী লীগের কোনো প্রার্থী দেননি। তাই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে তার প্রার্থীর বিরুদ্ধে আমরাও প্রার্থী দেব না।


জাতীয় পার্টির জেলা সদস্য-সচিব আকরাম আলী শাহীন বিবার্তাকে জানান, সেলিম ওসমানের এমন অনুরোধে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে, এ নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দেবে না।


তিনি আরো জানান, নারায়ণগঞ্জ জাতীয় পার্টি প্রার্থী না দিলেও কার পক্ষে নামবে এ সিদ্ধান্তে এখনও উপনীত হয়নি। মনোনয়নপত্র বাছাইয়ের পরই এ নিয়ে সিদ্ধান্ত হবে।


এদিকে নাসিক নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকপ্রাপ্ত বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার বেলা ১১টায় তার ব্যক্তিগত সহকারী (পিএ) আবুল হোসেন জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


তবে সরকারি কর্মকর্তা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করানোয় নির্বাচনী আইন লংঘন হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর আগে গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সরকারি সার্কিট হাউজে বর্ধিত সভা করায় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসারকে ফোনে এ ব্যাপারে সতর্ক করেছিলেন।


নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিবার্তাকে বলেন, বিষয়টি আমি শুনেছি। উনি আসলে কী ধরনের কর্মকর্তা তা আমি জানি না। তবে মনোয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে এটায় কোনো সমস্যা দেখছি না।


এদিকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মহানগর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শামীম ওসমানপন্থী নেতা হিসেবে পরিচিত অ্যাডভোকেট খোকন সাহা।


সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গণমাধ্যমকে খোকন সাহা বলেন, নাসিক নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই আমরা কাজ করবো।


মেয়র পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৫ জন প্রার্থী। মনোনয়নপত্র সংগ্রহকারী অপর ৪ প্রার্থী হলেন বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতান মাহমুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল ও এলডিপির কামাল প্রধান।


সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. তারিফুজ্জামান জানিয়েছেন, এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা ১৮২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ৩৬ জন।


তবে বিএনপি থেকে এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা না দিলেও দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহকারী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি আশাবাদী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন।


উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্রত্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ভোটগ্রহণ ২২ ডিসেম্বর।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com