শিরোনাম
সিলেটের মেয়র আরিফুলের মুক্তিতে বাধা নেই
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১৪:৫৭
সিলেটের মেয়র আরিফুলের মুক্তিতে বাধা নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইন মামলায় কারাবন্দী সিলেট সিটি করপোরেশনের (বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই।


রবিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।


আদালতে মেয়র আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।


ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আরিফুলের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। হত্যা মামলায় তিনি আগেই জামিন পেয়েছেন। এখন বিস্ফোরক আইনে হওয়া মামলায় আদাল জামিন মঞ্জুর করায় তার মুক্তিতে আপাতত বাধা নেই।


মামলার বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। সেই হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।


এই মামলার প্রথম দফায় দেয়া অভিযোগপত্রে আরিফুলের নাম ছিল না। তবে সংশোধিত সম্পূরক অভিযোগপত্রে মেয়র আরিফুলের নাম আসে। সেই সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর ২০১৪ সালের গত ২১ ডিসেম্বর মেয়র আরিফুলসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com