শিরোনাম
জাপার বিভাগীয় সমাবেশে ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:২৬
জাপার বিভাগীয় সমাবেশে ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

সারাদেশে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ৮টি বিভাগীয় শহরে সমাবেশের অংশ হিসেবে ২৬ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠ এবং ৪ ডিসেম্বর বরিশাল ঈদগাহে বিভাগীয় সমাবেশ করবে জাপা। এর আগে অক্টোবরের ১ তারিখে সিলেট জেলা প্রশাসন মাঠে সমাবেশের মাধ্যমে এই বিভাগীয় সমাবেশ শুরু করে দলটি।


আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখেই এই সমাবেশের মাধ্যমে প্রতিটি বিভাগীয় শহরে বড় ধরনের শোডাউন করে নিজেদেরকে জনগণ এবং অন্য রাজনৈতিক দলের কাছে জানান দেয়াই তাদের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। সিলেটে বিভাগীয় সমাবেশে কোটি টাকা খরচ করে বৃহত্তর সিলেটে আলোড়ন সৃষ্টি করে দলটি।


তেমনিভাবে জাপার ঘাঁটি বলে পরিচিত রংপুর জিলা স্কুল ময়দানে এরশাদের এই বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ৩ নভেম্বর দুইদিনের সফরে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার রংপুর অবস্থান করছেন।


তিনি রংপুর সফরকালে বৃহত্তর রংপুরের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধা ছাড়াও রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ের তৃণমূল নেতাদের সাথে দফায় দফায় সভায় মিলিত হচ্ছেন।


সভায় প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এম পি, জেলা সভাপতি সাবেক এমপি রংপুর জেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, রংপুর মহানগর সভাপতি সাবেক রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, নীলফামারী জেলা সাধারণ সম্পাদক শওকত হোসেন চৌধুরী এমপি, রংপুর জেলা সাধারণ সম্পাদক সাবেক এমপি হোসেন মকবুল শাহারীয়ার আসিফ এমপি, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, লালমনিরহাট যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুর জামান বাবুল, নীলফামারী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর জামান নাজীম, জাতীয় পাটি রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, মহানগর প্রচার সম্পাদক মো. ফারুক, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা জাপা নেতা শামিম সিদ্দিকী, সামসুল ইসলাম, শামিম, জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট জেলার অন্যতম নেতা এমকে হাসানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিভাগীয় এ সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বিবার্তাকে বলেন, আমাদের রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডে আমরা প্রায় প্রতিদিন এই সমাবেশ সফল করার লক্ষ্যে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।


তিনি বলেন, ৮টি উপজেলা, তিনটি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন নিয়ে আমাদের রংপুর জেলা। ২৬ নভেম্বর রংপুর জেলা জনস্রোতে পরিণত হবে।


৪ ডিসেম্বর বরিশালের ঈদগাহ্ ময়দানে এরশাদের বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে ২০ দিনে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি তিনবার বরিশাল গেছেন। দলের মহাসচিবের এলাকা বরিশাল, তাই মহাসচিবও এই সমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
২৯ অক্টোবর বরিশাল সার্কিট হাউসের হলরুমে সমাবেশ সফল করার লক্ষ্যে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।


বক্তব্য দেন, জেলা জাপার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূঁইয়া, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব ফখরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় সদস্য বরিশাল মহানগর জাপার সভাপতি অ্যাডভোকেট একেএম মুরতজা আবেদীন, পিরোজপুর জেলা জাপার আহবায়ক মুকুল আহম্মেদ বাদশা, ঝালকাঠি জেলার আহবায়ক আনোয়ার হোসেন আনু,বরিশাল মহানগর জাপার সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু, ভোলা জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুন নবী সুমন।


সভা পরিচালনা করেন জাপারকেন্দ্রীয় নেতা একেএম মোস্তফা।


ঢাকা থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতাদের লঞ্চযোগে বরিশাল নেয়ার জন্য ইতিমধ্যে দুটি লঞ্চ ভাড়া করা হয়েছে। ঢাকা থেকে দুইশতাধিক কেন্দ্রীয় নেতার পাশাপাশি এবার উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকদেরও লঞ্চযোগে বরিশাল নিয়ে যাবেন বলে জাপা সূত্রে জানা গেছে।


বরিশালে জাপার বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জেলা সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল বিবার্তাকে বলেন, দীর্ঘদিন পর আমাদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের বিভাগীয় সমাবেশে যোগদান করবেন।


যেহেতু দীর্ঘকাল পরে বরিশালের মাটিতে পা রাখছেন আমাদের নেতা, তাই তার বক্তব্য শোনার জন্য সেদিন বরিশাল ঈদগাহ্ জনসমুদ্রে পরিণত হবে। ইতিমধ্যে এরশাদের আগমনী বার্তায় রবিশালবাসী উজ্জ্বীবিত।


তিনি বলেন, আমাদের সবার প্রিয় মহাসচিব এরই মধ্যে একাধিকবার বরিশাল এসে এই সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের সাথে দফায় দফায় সভা করায় সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীরা আরো বেশি উৎসাহিত হচ্ছে। আমরা বরিশালবাসী আশা করি সেদিনের সেই সমাবেশ থেকেই জাপার নিজস্ব রাজনীতিতে যে ধোয়াশা বিরাজ করছে, তা পরিস্কার করে জাতিকে আমাদের সম্পর্কে স্বচ্ছ মেসেজ দেয়া যাবে।


রংপুর এবং বরিশালের সমাবেশের পর বিভাগীয় সমাবেশে অনুষ্ঠিত হবে খুলনা মহানগরে। ডিসেম্বরেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরপরই ১ জানুয়ারির মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে মাঠে নামবে দলটি।


এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বিবার্তাকে বলেন, আমরা সারাদেশে দলকে আরো বেশি জাগ্রত করার জন্য আটটি বিভাগীয় সমাবেশ করবো। আগামী জানুয়ারির আগেই চারটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীতে মহাসমাবেশের মাধ্যমে জাতির কাছে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য অবস্থান তুলে ধরবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আমরা আর থেমে থাকবো না, মহাসমাবেশের পর বাকি চারটি বিভাগীয় সমাবেশ করবো। এরপর আমরা পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক কমিটিও করবো, যেন কেউ আমাদের ভোট ডাকাতি করতে না পারে।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com