শিরোনাম
ফের বিতর্কিত নির্বাচন চায় শাসক দল: রিজভী
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:২৯
ফের বিতর্কিত নির্বাচন চায় শাসক দল: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আগে থেকে জানি ক্ষমতাসীনরা কেন আলোচনায় বসতে চান না। কারণ তারা আবারো একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।’


তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে কি হবে সে সম্পর্কে তার উপদেষ্টা এইচটি ইমাম বলেছিলেন- ‘নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে রেখেছিলাম’। এর অর্থ ভোট যাই হোক ফলাফল শাসক দলের পক্ষে। শাসক দল ফের একটি বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। তাই তারা আলোচনায় বসতে চান না।


শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


রিজভী বলেন, শাসক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা নারী নির্যাতন বেড়েই চলছে। এদের উপদ্রবে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। রাজধানীসহ সারা দেশে দিনদিন ক্ষমতাসীনদের নির্যাতনের ভয়াবহতা বাড়ছে। বিচারের হাত অপরাধীদের দিকে প্রসারিত হচ্ছে না। কারণ তারা শাসক দলের কর্মী। প্রধানমন্ত্রী একজন নারী হয়েও কিভাবে নিশ্চুপ থাকেন তা নিয়ে জনগণের মনে প্রশ্ন জাগছে।


নির্বাচন নিয়ে কোনো সংলাপ নয়- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী।


সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com