শিরোনাম
‘প্রধানমন্ত্রীর বক্তব্যই বলে দেয়, আ. লীগের উদ্দেশ্য কী’
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৫:৪৮
‘প্রধানমন্ত্রীর বক্তব্যই বলে দেয়, আ. লীগের উদ্দেশ্য কী’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই বলে দেয়, আওয়ামী লীগের উদ্দেশ্য কী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক বলেও মন্তব্য করেন তিনি।


সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তারা কী করতে চায় দেশবাসী তা অবগত আছে। অথচ তাদের কাউন্সিলে বিদেশী অথিতিদের সামনে তারা বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, দেশের গণতন্ত্রকে আরো বিকশিত করতে চান তারা।


তিনি বলেন, দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদের কবলে পড়ছে। কারণ আওয়ামী লীগ অনৈতিকভাবে দেশ পরিচালনা করছে। এরা দেশের গণতন্ত্রকে ধ্বংস ও মানুষের অধিকার কেড়ে নিয়েছে।


নির্বাচনের জন্য প্রস্তুতি নিন- দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। সুতরাং নির্বাচন ও ভোটের কী প্রয়োজন আছে। নির্বাচিত হওয়ার ঘোষণা দিলেই হয়।


বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের মধ্যে ঐক্য, ঐক্য ও ঐক্য প্রয়োজন। শুধু নিজেদের মধ্যে নয়, জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে এই জগদ্দল পাথর সরাতে হবে।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপকর্মের জন্য নির্বাচনের কমিশনের একদিন বিচার করা হবে। মামলায় জর্জরিত হয়ে বিএনপির নেতাকর্মীরা অসহায় জীবন-যাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।


‘বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী’ শীর্ষক এ সভায় আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, খুলনা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com