শিরোনাম
‘পরিবেশ থাকলে আ. লীগের সম্মেলনে যেত বিএনপি’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:১৫
‘পরিবেশ থাকলে আ. লীগের সম্মেলনে যেত বিএনপি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। গণতান্ত্রিক পরিবেশ থাকলে আ. লীগের সম্মেলনে বিএনপি যেত।


রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


দুই মাস কারাভোগ শেষে মুক্তি পেয়ে এদিনই প্রথম সংবাদ সম্মেলন করলেন রিজভী।


গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপি যায়নি বলে মন্তব্য করে রিজভী বলেন, সরকার দেশের সবক্ষেত্রে তাণ্ডব চালাচ্ছে। তারা জনগণের প্রতিনিধি নয়, নিজেদের জমিদার মনে করে। তারা গোটা রাজধানী দখল করে অবৈধভাবে কাউন্সিল করছে। তারা লাল-নীল ঝাড় বাতি লাগিয়ে ঢাকাকে একাকার করে ফেলছে। এভাবে রাজনৈতিক কাউন্সিল হতে পারে না। এটাকে বর্ণাঢ্য বলা যাবে না। এটা বেহায়াপনা।


তিনি বলেন, বিএনপির কাউন্সিলে সরকার বিভিন্নভাবে বাধা দিয়েছে। পথে পথে নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে দু-তিনদিন আগে। যেন সবার মনে একটা সন্দেহ জাগে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা। আমাদের ব্যানার-পোস্টারও লাগাতে দেয়নি।


এসময় রিজভী মাহমুদুর রহমান মান্না, মেয়র অধ্যাপক এম এ মান্নান ও হাবিব উন নবী খান সোহেলের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদে নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com