শিরোনাম
সম্মেলনে যে কারণে যায়নি বিএনপি, জাপাও গা-ছাড়া
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৬:০৪
সম্মেলনে যে কারণে যায়নি বিএনপি, জাপাও গা-ছাড়া
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যায়নি বিএনপির কোনো প্রতিনিধিদল। অন্যদিকে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিও অনেকটা দায়সারাভাবে প্রতিনিধি পাঠিয়েছে। শুক্রবার বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাওয়ার ইঙ্গিত দেন। কিন্তু সন্ধ্যার পর থেকেই বিএনপির শীর্ষনেতারা রহস্যজনক আচরণ শুরু করেন। মিডিয়া ফোন এড়িয়ে চলেন নেতারা। এক পর্যায়ে বিএনপির বেশিরভাগ নেতাই মোবাইল বন্ধ করে দেন।


বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলটির শীর্ষনেতারা সম্মেলনে প্রতিনিধি পাঠানোর বিষয়ে একমত পোষণ করেন। কিন্তু সন্ধ্যার পর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সম্মেলনে না যাওয়ার বিষয়ে মতামত দেন। তারেকের এই মতামতের পর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।


যেহেতু দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে প্রতিনিধি পাঠানোর কথা গণমাধ্যমে জানানো হয়, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই এ সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। যে কারণে বিএনপির শীর্ষনেতারা গণমাধ্যম এড়িয়ে চলেছেন বলে জানা গেছে।


অন্যদিকে জাতীয় পার্টিও অনেকটা দায়সারাভাবে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছে। শুক্রবার রাতে পার্টির চারজন শীর্ষনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবল, কাজী ফিরোজ রশিদ এমপি এবং তাজুল ইসলাম চৌধুরীকে পাঠানোর সিদ্ধান্ত নিলেও কৌশলী এরশাদ শেষ পর্যন্ত সরকার ঘরানা বলে পরিচিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে পাঠিয়ে অনেকটা দায় সারেন।


জাপা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সম্মেলনে প্রতিনিধি পাঠানোর বিষয়ে পার্টির সিংহভাগ নেতাই দ্বিমত প্রকাশ করেন।


দলের এক প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না শর্তে বিবার্তাকে বলেন, এমনিতেই মানুষ আমাদের সরকারের আশীর্বাদপুষ্ট বিরোধীদল বলে। তারওপর যদি কোনো বিরোধীদল বিশেষ করে বিএনপি যদি কোনো প্রতিনিধি না পাঠায় তাহলে আমাদেরও যাওয়া ঠিক হবে না।


তিনি আরো বলেন, জাতীয় পার্টির সম্মেলনেও আমরা তাদের সভানেত্রী ও সাধারণ সম্পাদকসহ শীর্ষনেতাদের দাওয়াত দিয়েছিলাম। কিন্তু তারা কি আমাদের সম্মেলনে এসেছিলো। তাহলে তাদের এই সম্মেলনের আমাদের যেতে হবে কেন?


বিবার্তা/বিপ্লব/জিয়া


সম্মেলনে যোগ দেয়নি বিএনপি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com