শিরোনাম
অা. লীগের সম্মেলনে যাবে জাপার প্রতিনিধি দলও
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২১:৩৪
অা. লীগের সম্মেলনে যাবে জাপার প্রতিনিধি দলও
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

অাওয়ামী লীগের ২০তম সম্মেলনে চার সদস্যের প্রতিনিধি দল পাঠাবে এরশাদের নেতৃত্বাধীন প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। শুক্রবার রাতে বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের মহাসচিব এবিএম রুহুল অামিন হাওলাদার এমপি।


দলীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে অাওয়ামী লীগের সম্মেলনের দাওয়াতপত্র জাপার কাকরাইল কার্যালয়ে পৌছানো হয়। সরকারদলীয় এ সম্মেলনে জাপাকে চারটি দাওয়াতপত্র দেয়া হয়। এরমধ্যে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলের নেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার অানিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব রুহুল অামিন হাওলাদার রয়েছেন।


দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দুপুরে রংপুর থেকে ঢাকায় পৌছে দলের শীর্ষনেতাদের সাথে অালাপ-অালোচনা করে অাওয়ামী লীগের সম্মেলনে চার সদস্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।


সিদ্ধান্ত অনুযায়ী দলের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার অানিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন অাহমেদ বাবলু এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি এবং বিরোধীদলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির প্রতিনিধি হিসেবে অাওয়ামী লীগের সম্মেলনে যাবেন।


প্রতিনিধির দলের কাছে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মেলনের সফলতা কামনা করে শুভেচ্ছা বাণী দিয়েছেন। প্রতিনিধিদল এ লিখিত বাণী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন।


এ বিষয়ে দলের মহাসচিব এবিএম রুহুল অামিন হাওলাদার বিবার্তাকে বলেন, অাওয়ামী লীগ তাদের সম্মেলনে অামাদের দাওয়াত দেয়া অামরা কৃতজ্ঞ। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাদের সম্মেলনের সফলতা কামনা করে পার্টির পক্ষ থেকে চারজন সিনিয়র নেতাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।


তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলেরই শিষ্টাচারবোধ থাকা উচিত। অামরা রাজনীতিতে সহঅবস্থানে বিশ্বাস করি। রাজনীতিতে সহমর্মিতা বা সহঅবস্থান না থাকলে রাজনীতি কলুষিত হওয়ার সুযোগ থাকে।


বিএনপি থেকে কারা অাওয়ামী লীগের সম্মেলনে যোগ দিচ্ছে এ রিপোর্ট লেখা পর্যন্ত সে সিদ্ধান্ত নেয়নি দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীরের মোবাইল বন্ধ পাওয়া গেছে। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অাহমেদ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ফোন ধরেননি।


অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এ বিষয়ে কিছু জানেন না বলে বিবার্তাকে জানান।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com