শিরোনাম
‘জাপাকে বাদ দিয়ে আ.লীগের নির্বাচন করার শক্তি নেই’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ২০:১৪
‘জাপাকে বাদ দিয়ে আ.লীগের নির্বাচন করার শক্তি নেই’
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে আওয়ামী লীগের এককভাবে নির্বাচন করার শক্তি নেই। জাতীয় পার্টি জ্বালাও পোড়াও, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই।


বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।


এরশাদ বলেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করলেও চীনের প্রেসিডেন্ট সাক্ষাৎ করেনি। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামীতে সাংগঠনিক শক্তি দিয়ে জনগণের ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি আছে। সরকার গঠনে থাকবে।


তিনি বলেন, বেকারের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে, ফলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি বাড়ছে, এজন্য তরুণদের কাজের ব্যবস্থা করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা রংপুর থেকে হবে আর এ জন্য জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


এরশাদ আরো বলেন, বর্তমানে নারীরা দেশে কিংবা বিদেশে কোথাও নিরাপদ নয়। জেনেশুনে আমাদের মা-বোনদের নির্যাতনের জন্য কাজের সন্ধানে বিদেশে পাঠানো হচ্ছে। দেশের এসব সমস্যা সমাধানের জন্য জাতীয় পার্টিকে আগামী ক্ষমতায় নিয়ে আসতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের এখন থেকে ব্যক্তি স্বার্থকে পেছনে ফেলে সংগঠনকে শক্তিশালী করতে হবে।


আওয়ামী লীগ আর বিএনপি এ দুটো দলের প্রতি জনগণের এখন আর কোনো আস্থা নেই। তাদের ওপর জনগণ আস্থা পাচ্ছে না। সে জন্য এই শূন্যতা পূরণ করতে পারে একমাত্র জাতীয় পার্টি।


প্রতিনিধি সভায় এ সময় বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আব্দুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান শওকত হোসেন চৌধুরী প্রমুখ।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com