শিরোনাম
বঙ্গবন্ধু স্বাধীনতা ও হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৯:২৫
বঙ্গবন্ধু স্বাধীনতা ও হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি আর সজীব ওয়াজেদ জয় দিলেন ডিজিটাল বাংলাদেশ।


বৃহস্পতিবার সন্ধ্যায় যুবলীগ কার্যালয়ে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে যুবলীগের করণীয় নির্ধারণে আয়োজিত কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।


এ সময় যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে সব স্তরের নেতাকর্মীদের স্ব-স্ব অবস্থানে থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সম্মেলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে উৎসাহ উদ্দীপণা ও আগ্রহের সৃষ্টি হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক হিসাবে চিহ্নিত হবে।


অতিসম্প্রতি যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছিল তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে নতুন উদ্দীপনায় এদেশ এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্রে এ দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। সম্মেলনকে সু-শৃঙ্খল, সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে যুবলীগ তার উপর অর্পিত সব দায়িত্ব পালন করবে।


যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ড. আহম্মেদ আল কবির, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, অ্যাড. বেলাল হোসাইন, মোতাহার হোসেন সাজু, সিরাজুল ইসলাম এমপি, আবুল বাশার, জাকির হোসেন খান, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, মঞ্জুর আলম শাহীন, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, মুহাঃ বদিউল আলম, আমির হোসেন গাজী, এমরান হোসেন খান, আসাদুল হক আসাদ, ফারুক হোসেন তুহিন, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ড. সাজ্জাদ হায়দার লিটন, সুভাষ চন্দ্র হাওলাদার, মো. শাহজালাল, শ্যামল কুমার রায়, কার্যনির্বাহী সদস্য শেখ ফজলে ফাহিম, রওশন জামির রানা, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।



সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আগত জেলা আওয়ামী লীগ ও বিদেশী শাখা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, শেখ হাসিনা রচিত গ্রন্থসমূহ, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের বইসহ যুবলীগের প্রকাশনাসমূহ উপহার দেয়া এবং আওয়ামী লীগের ঘটনাপঞ্জির ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com