শিরোনাম
‘আ.লীগের কাউন্সিলের সফলতা কামনা করি’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৭:৫৭
‘আ.লীগের কাউন্সিলের সফলতা কামনা করি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাউন্সিলকে আমরা স্বাগত জানিয়েছি। তারা সুন্দরভাবে কাউন্সিল করুক এটা আমরা আশা করি। এটাও আশা করছি এই কাউন্সিল থেকে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে গেছে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন।


বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যদি বিএনপির কাউন্সিলে আসতেন তাহলে পরির্বতনের সূচনা তারাই করতে পারতো। আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি। ইতিবাচকের পক্ষে আমরা।


সাংবাদিকদের প্রশ্ন ছিলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আসেন তাহলে রাজনীতিতে এক নতুন সূচনা হবে।


তিনি বলেন, যখন তাদেরকে আমাদের কাউন্সিলের আমন্ত্রণ জানিয়েছিলাম সেই কাউন্সিলে যদি তারা উপস্থিত হতেন, আমরা আরো খুশি হতাম। কিন্তু অত্যন্ত দু:খজনক হলেও সত্য তারা কাউন্সিলে আসেনি। দু:খজনকভাবে এটাও সত্য সরকার আমাদের ওই কাউন্সিল সঠিকভাবে অনুষ্ঠান করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি করেছে।


তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও দলের মহাসচিবকে আওয়ামী লীগ তাদের কাউন্সিলে যোগ দেয়ার জন্য দাওয়াত করেছেন। এজন্য দলটির নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছিলেন। কাউন্সিলের দাওয়াত দেয়ার জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। আমরা সিদ্ধান্ত নেবো যাবো কি যাবে না।


বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। সরকারকেই এই গণতান্ত্রিক পরিবেশ ও সাংস্কৃতি, সৃজনশীলতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা সব সময় এটার পক্ষে ছিলাম এখনো আছি এবং আমরা থাকবো।


বিএনপি মহাসচিব বলেন, দু:খজনক ভাবে আওয়ামী লীগ সঠিক সংকটের মূল জায়গাটা ধরতে পারছেন না। বাংলাদেশের পুরো রাজনৈতিক সংকটের মূল বিষয়টাই হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটা নিয়ে এসেছেন, যেভাবে তারা শুরু করেছেন, সেই নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো দিনই জনগণের সঠিক প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে না। সেটা কখনই জনগণের আশা আকাঙ্খার পূরণ করবে না। এটা হচ্ছে মূল কথা। এটাই হচ্ছে মূল সমস্যা। এই জায়গাটা তাদেরকে ঠিক করতে হবে।


সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে ৭ নভেম্বর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সকাল ৭টায় দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com