শিরোনাম
‘তরুণরাই রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসবে’
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:৫২
‘তরুণরাই রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, শিক্ষিত তরুণ প্রজন্ম বর্তমান রাজনৈতিক সংস্কৃতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু তরুণরাই রাজনীতিতে পরিবর্তন নিয়ে আসবে। এটাকে ঠেকানো যাবে না।


মঙ্গলবার রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ভাষা মতিন-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।


বদরুদ্দোজা চৌধুরী বলেন, নিজেদের স্বার্থেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। এ ক্ষেত্রে কে সন্ত্রাসী, বা কে কার বিরোধী সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। দেশের প্রয়োজনে আমাদের স্বার্থপর হতে হবে।


তিনি আরো বলেন, আমরা এ দেশে বসে প্রতিবেশী বন্ধুদের সকল চ্যানেল দেখি, কিন্তু তারা আমাদের কোনো চ্যানেল দেখার সুযোগ পায় না। চাষী নজরুল ইসলাম বেঁচে থাকতে দেশীয় সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছিলেন।


এ সময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি নির্ধারণে সরকারকে পরামর্শ দেন তিনি।


বদরুদ্দোজা চৌধুরী বলেন, রাষ্ট্রভাষা বাংলার জন্য ভাষা মতিন যে অবদান রেখেছেন তা যারা অস্বীকার করেন তারা তরুণ প্রজন্মের কাছে ঘৃণিত হয়ে থাকবেন।


তিনি বলেন, আমাদের সংকীর্ণতার কারণে যথাযথ মর্যাদা ভাষা মতিনকে আমরা দিতে পারিনি। ভবিষ্যতে গুণীজনদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি তাহলে আমাদের করুণ পরিণতি হবে।


গণসংস্কৃতি দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস আল মামুনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ।


তিনি বলেন, ভাষা মতিন ছিল রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম সিপাহসালার। তিনি সেদিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখেছেন তা কোনোভাবেই অস্বীকার করা যায় না। মহান মুক্তিযুদ্ধে চাষী নজরুল ইসলামের অবদানও অপরিসীম।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com