শিরোনাম
জাতীয় পার্টি সকল অবজ্ঞার জবাব দিবে -টেপা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:৪৭
জাতীয় পার্টি সকল অবজ্ঞার জবাব দিবে -টেপা
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপা সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে দলের শীর্ষ নেতৃত্বের সাক্ষাত না হওয়া প্রসঙ্গে বলেছেন, যেভাবে আমাদের অবজ্ঞা করা হচ্ছে তার জবাব জাতীয় পার্টি একদিন দেবে।


সোমবার রাজধানীর বিজয়নগরে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান টেপা কমপ্লেক্সে বিবার্তার সাথে একান্ত আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, জাতীয় পার্টি সন্ত্রাস ও অরাজকতার রাজনীতিতে বিশ্বাস করে না, সংসদ বয়কট এবং প্রতিহিংসার রাজনীতিতেও বিশ্বাসী নয়। তাই হয়ত এদলকে অবজ্ঞা করা হচ্ছে। সহনশীলতা ও ভদ্রতাকে কেউ যদি দুর্বলতা মনে করে থাকে তাহলে ভুল করবে।


টেপা বলেন, অনেকে বলেন আমরা এসকল ঘটনায় অনেক ক্ষতিগ্রস্ত। কথাটিতে আমি একমত নই। বরং এ সাক্ষাত না হওয়ায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীও হতবাক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন জাতীয় মিডিয়ায় এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এরশাদ তথা জাতীয় পার্টির অবস্থান না থাকলে এই ঝড় উঠতো না। তাই আমি বলবো, দল ক্ষতিগ্রস্ত হয়নি বরং আমরা যে গণমানুষের মনে আছি এখানে এটাই প্রমাণ হয়েছে।


তিনি আরো বলেন, আওয়ামী লীগ-বিএনপির রেওয়াজ হচ্ছে নির্বাচনে পরাজিত হলেই সংসদ বয়কট, সংসদে চেয়ার ছোড়াছুড়ি, ফাইল ছোড়াছুড়ি, নির্বাচিত সরকারকে হটাতে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করা। তারা বেমালুম ভুলে যান সংসদের বেতন-ভাতা এবং যে সম্পদ ধ্বংস করছেন তা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। বেতন ও সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন অথচ জনগণের কথা বলার জন্য সংসদে যাবেন না, তা হবে না।


তিনি বলেন, জাতীয় পার্টি এই ধারা বিশ্বাস করে বিধায় আমরা নিয়মিত সংসদে যাই এবং নিয়মতান্ত্রিক আন্দোলন করে সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করি।


বিবার্তা/বিপ্লব/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com