শিরোনাম
‘রামপাল নিয়ে বাংলাদেশ ও ভারতের মানুষ উদ্বিগ্ন’
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৮:২৯
‘রামপাল নিয়ে বাংলাদেশ ও ভারতের মানুষ উদ্বিগ্ন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, সরকার যদি একগুয়েমি বা জেদ করে সুন্দরবনের পাশে রামপালের বিদ্যুৎ প্রকল্প থেকে সরে না দাঁড়ায়, তাহলে বাংলাদেশের জনগণের মাঝে ভারতবিরোধী মনোভাব বেড়ে উঠবে। যা দু’দেশের সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সম্পর্ককে নষ্ট করবে।


তিনি বলেন, রামপালের বিদ্যুৎ প্রকল্প নিয়ে ভারত, বাংলাদেশের দুই দেশের মানুষের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। উভয় দেশে এ প্রকল্প বাতিলের দাবি উঠেছে। ইউনেসকোসহ সারা বিশ্বের পরিবেশবাদীরাও এ প্রকল্প বন্ধ করার আবেদন জানিয়েছেন।


শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।


জেলা পরিষদ নির্বাচনের আগে পরিষদের ক্ষমতা ও করণীয় নির্ধারণ, রামপাল থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান পরিবর্তন, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্য তৈরি ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে জেএসডি এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।


রব বলেন, ভারত সরকারকেও অনুরোধ করবো- এ প্রকল্প বন্ধ করে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বিনষ্ট না করার উদ্যোগ নেয়ার জন্য। জেনে শুনে জনগণকে ভারতবিরোধীতায় ইন্ধন জোগানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এ প্রকল্প বাতিল করে সরকার দ্রুত দেশের পক্ষে অবস্থান নেবে-এটাই দেশবাসীর প্রত্যাশা।


সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, জাতিকে সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত করার স্বার্থে গণতন্ত্রকে তৃণমুল পর্যন্ত বিস্তৃত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশে গণতন্ত্র যত সম্প্রসারিত ও শক্তিশালী হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ তত কমবে।


সমাবেশে আরো বক্তব্য দেন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, মিসেস তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।


সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু করে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com