শিরোনাম
খালেদার সঙ্গে বৈঠকে শি জিনপিং
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:৪৯
খালেদার সঙ্গে বৈঠকে শি জিনপিং
বিবার্তা প্রতিবেদবক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে এ বৈঠক শুরু হয়েছে।


বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, লে. জে. (অব) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত আছেন।


এর আগে বিকেল সাড়ে ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা হন খালেদা জিয়া। চীনা প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার বৈঠককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।


তিন দশকের মধ্যে চীনের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে আসেন। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। বৈঠকে চীনের সঙ্গে বাংলাদেশের ২৬ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও ছয়টি প্রকল্পের উদ্বোধন করা হয়।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com