শিরোনাম
‘নাম ঠিকানা না জেনেই কী করে বুঝলেন তারা জঙ্গি’
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৫:৪৯
‘নাম ঠিকানা না জেনেই কী করে বুঝলেন তারা জঙ্গি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বর্তমানে দেশে কোনো আইনের শাসন নেই। ধরে ধরে হত্যা করা হচ্ছে। আর বলা হচ্ছে হচ্ছে এরা জঙ্গি।


সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, যাদের নাম-ঠিকানা আপনারা জানেন না, তারা যে জঙ্গি তা জানলেন কীভাবে?


মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় মারাত্মক আহত খাদিজা আক্তারকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার দাবিতে এবং লক্ষ্মীপুরে ফারহানা আক্তারসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আলাল বলেন, তারা জঙ্গি দমনের নামে নাম-পরিচয়হীন ব্যক্তিদেরকে হত্যা করে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, জানা থাকলে এদের পরিচয় দিন। এভাবে জঙ্গি দমন হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জঙ্গি নির্মূল করেছিলাম। তৎকালীন সময়ে শায়খ আবদুর রহমান, বাংলা ভাইসহ তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হয়েছিল। কিন্তু এদেশে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখনই মানুষ নানামুখী নির্যাতনের শিকার হয়েছে।


তিনি বলেন, এম ইলিয়াছ আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনের মত সুপরিচিত নন্দিত নেতারা দিনের আলোতে গুম হয়ে গেলেও সরকার এ বিষয়ে এখনো কিছু জানে না। গত ৭ বছরে সারাদেশে সহস্রাধিক খুন হয়েছে। আর ৫ শতাধিক গুম হয়েছে। সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছে।


সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ রাজা, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com