
ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এম আর লাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশান্ত কুমার দাস।
শনিবার জেলার রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ফজলে আলম ও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট মোস্তফা হারুন হেলালী।
নির্বাচনে ঠাকুরগাঁও জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫৯ জন সাংবাদিকের মধ্যে ৪৮ জন সাংবাদিক ভোটার হিসেবে তাদের ভোট প্রদান করেন।
পরে নির্বাচন পরিচালনা কমিটি জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটে নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করেন। নির্বাচিত কমিটি ২০১৮-২০১৯ সাল অর্থাৎ দুই বছরের জন্য জেলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।
কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন-সভাপতি এম আর লাবু, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, সহ-সভাপতি মজিবর রহমান শেখ, সহ-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, অর্থ সম্পাদক নূরে আলম শাহ, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক, দফতর সম্পাদক হযরত আলী। নির্বাহী সদস্যরা হলেন-আমিনুল হক, রাজিউর রহমান জেহাদ রাজু, এ.এইচ.লিটন ও সফিকুল ইসলাম শিল্পী।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করায় তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন নব নির্বাচিত কমিটির সভাপতি এম আর লাবু ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস।
বিবার্তা/বিধান/সোহাগ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]