
জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) শুক্রবার সম্পন্ন হয়েছে। ক্লাবের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন যথাক্রমে ফরিদা ইয়াসমিন ও কার্তিক চ্যাটারজি।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন তাঁর রিপোর্টে ক্লাবের উন্নয়নে বর্তমান কমিটির গৃহীত বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের বিবরণ দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেন।
কোষাধ্যক্ষের রিপোর্টে জানানো হয়, গত বছর বিভিন্ন খাতে ক্লাবের মোট আয় হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮০০ টাকা এবং অবচয়সহ মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ৪৪৩ টাকা।
এতে বলা হয়, ''উল্লিখিত ব্যাঙ্ক ও ক্যাশ স্থিতিকে বর্তমান কমিটির সফলতা এবং ক্লাবের আর্থিক অবস্থান সন্তোষজনক বলা যায়।''
পরে আলোচনায় অংশ নেন সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, বিএফইউজে নেতা মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।
বিবার্তা/হুমায়ুন/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]