শিরোনাম
বগুড়ায় ৭১ ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৭
বগুড়ায় ৭১ ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনলাইন নিউজ পোর্টাল ৭১ভিশনডটকম-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় বর্ণ্যাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।


বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের নবাববাড়ী রোডে টিএমএসএস অডিটরিয়ামে ৭১ ভিশনের সম্পাদক ও প্রকাশক মাকছুদ আলম হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি।


তিনি বলেন, সাংবাদিকরা লেখালেখির মাধ্যমে সরকারের চোখ খুলে দেন। এতে মানুষ উপকৃত হয়, দেশ উপকৃত হয়। কারো চরিত্র হনন নয়, বন্ধুসুলভ আচরণের মাধ্যমে দেশের স্বার্থে ৭১ ভিশনে কর্মরত সংবাদকর্মীদের কাজ করতে হবে। বিজয়ের মাসে ৭১ ভিশন যাত্রা শুরু করেছিল। আজ বিজয়ের মাসে সাংবাদিকদের সাথে মিলিত হতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি।


৭১ ভিশনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলামে সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্যে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, অনলাইন মিডিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস স্বচ্ছরুপে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা জরুরি দায়িত্ব। প্রত্যেক মানুষের নিজস্ব আদর্শ ও মত থাকবে, তবে সাংবাদিকতার ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে।


এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা অধ্যাপক আহসানুল হক, বগুড়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী নুরুল আমিন বাচ্চু, টুয়েন্টিফোর নিউজ একাত্তর সম্পাদক হাফিজুর রহমান, বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহীদ, এমরান রহমান মিঠু, মনির খান, শরিফুল ইসলাম বাবু, মামুনুর রশিদ মামুন, সুলতান কনক, আসমা আকতার শিল্পি, সুলতান আহমেদ, সমাজ সেবক জাহাঙ্গীর মানিক সরকার, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, এমএ মতিন, আব্দুস সালাম বকুল, মুজাহিদুল পলাশ, মকলেছুর রহমান, ৭১ ভিশন প্রতিবেদক এটি বাবু, রাজু মন্ডল, মাহবুবা পারভীন, শিবলী সরকার, মতিউর রহমান মুসা, গোলাম মোস্তফা কামাল, ফারুক আহমেদ, সুমন কুমার নিতাই, তানভীর আহমেদ রাজু, শাহ আলম, সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com