শিরোনাম
বিশিষ্ট সংবাদ পাঠক তাজুল ইসলাম আর নেই
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:১৫
বিশিষ্ট সংবাদ পাঠক তাজুল ইসলাম আর নেই
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংবাদ পাঠক এম তাজুল ইসলাম আর নেই। রাজধানীর গ্রিনরোডের নিজ বাসায় সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৯ বছর।


তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার নামাজে জানাযা মঙ্গলবার বাদ জোহর গ্রিনরোডের ডরমেটরি মসজিদে অনুষ্ঠিত হয়। তারপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।


তাজুল ইসলামের জন্ম ১৯৩৮ সালের ৬ই জুলাই। ১৯৬৫ সালে তিনি পাকিস্তান বেতারে সংবাদ পাঠ শুরু করেন।


স্বাধীনতার পর তিনি ঢাকা ওয়াপদা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিচালক জনসংযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয় বহিঃপ্রচার শাখার পরিচালক, রাষ্ট্রপতির প্রেস সচিব, ওয়াশিংটন ও ব্রাসেলসে বাংলাদেশ মিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেন।


দেশে ফেরার পর তিনি এনজিও ফেডারেশন পরিচালকের দায়িত্ব পালন করেন।


বিবার্তা/অভি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com