শিরোনাম
হাতেখড়ি'র আয়োজনে শিশু-কিশোর ও তরুণ সাংবাদিক প্রশিক্ষণ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৭, ০৩:৪৯
হাতেখড়ি'র আয়োজনে শিশু-কিশোর ও তরুণ সাংবাদিক প্রশিক্ষণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যারা নিয়মিত লিখছে এবং সাংবাদিকতায় আগ্রহী তাদের জন্য প্রতি বছরের মতো এবারো 'হাতেখড়ি' আয়োজন করেছে শিশু-কিশোর ও তরুণ সাংবাদিক প্রশিক্ষণ২০১৭।


জানা যায়, ১৪ থেকে ২৫ বছর বয়সীদের যে কেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। তবে শিশু-কিশোরদের নিয়ে কাজ বা লিখতে আগ্রহী হলে বয়স শিথিলযোগ্য। প্রশিক্ষণটি আগামী ২৯ ডিসেম্বর দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হবে।


ফেসবুক এ দেয়া ইভেন্টে প্রদত্ত গুগুল ফর্মটি পূরণ করে নাম নিবন্ধনের মাধ্যমে যে কেউ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে। নিবন্ধন নিশ্চিত হলে মোবাইলে এসএমএস দিয়ে জানানো হবে। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে বেলা ২টায়। অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদান করা হবে।


উল্লেখ্য, জাতীয় শিশু-কিশোর পত্রিকা 'হাতেখড়ি' ২০১৪ সাল থেকে শিশু-কিশোর সাংবাদিকদের জন্য প্রতি বছর এই প্রশিক্ষণের আয়োজন করে থাকে। তারই ধারাবহিকতায় ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com