শিরোনাম
৫,০০০ রোহিঙ্গাকে ত্রাণ দেবে এটিএন বাংলা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫০
৫,০০০ রোহিঙ্গাকে ত্রাণ দেবে এটিএন বাংলা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মিয়ানমার সেনাবাহিনীর হাতে নির্যাতনের হাত থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। শুক্রবার রাতে এসব ত্রাণ পাঁচটি ক্যাভার্ডভ্যানে করে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওয়া দেবে।


এটিএন কর্তৃপক্ষ জানায়, গত সাত দিন ধরে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় এসি আই লেজেস্টিকস কারখানায় পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করা হচ্ছে। এরমধ্যে রয়েছে- ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, সাবান, গুড়া দুধ, খাবার স্যালাইন, লবন, চিরা, পেঁয়াজ, মরিচের গুড়া, দিয়াশলাই সহ ১২টি পণ্য।


এসিআই লজেস্টিকস কারখানার ডিস্ট্রিবিউশন ম্যানেজার বদরুল হাসান জানান, এটিএন বাংলার নির্দেশে গত সাত দিন ধরে পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করা হয়। ইতিমধ্যে ত্রাণ সামগ্রী প্যাকেটজাত করার সময় কারখানাটি পরিদর্শন করেছে এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট মাহামুদ হাসান ও সহকারী ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম বাদল।


বিবার্তা/শরিফুল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com