শিরোনাম
এসএ টিভির চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
প্রকাশ : ২০ জুলাই ২০১৭, ১৭:১৯
এসএ টিভির চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যশোরের সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবির গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বাদীর আইনজীবী দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।


এসএ টিভির সাবেক যশোর প্রতিনিধি অনুব্রত সাহা মিঠুনের দায়েরকৃত মামলায় আসামি ছিলেন এসএ টিভির চেয়ারম্যান ফরিদা পারভীন ও এমডি সালাহ উদ্দীন আহম্মেদ, ডিএমডি সেলিনা আক্তার, পরিচালক নূরে আলম রুবেল, শিরিন আক্তার ও সামছুর আলম।


মামলা সূত্রে জানা গেছে, মিঠুন গত বছরের ১৯ ডিসেম্বর রেজিস্ট্রি চিঠির মাধ্যমে এসএ টিভি থেকে যথাযথ উপায়ে অব্যাহতি নেন। এরপর ফিরিয়ে দেন পরিচয়পত্র, লোগোসহ যাবতীয় মালামাল। এরপর গত ২৩ ডিসেম্বর এসএ টিভি কর্তৃপক্ষ একটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে।


এ ঘটনায় মিঠুন বাদী হয়ে ২৬ ডিসেম্বর যশোর সিনিয়র জুডিসিয়াল আমলি সদর আদালতে একটি মানহানি মামলা করেন। বৃহস্পতিবার মামলার শুনানি দিনে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com