চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে চমক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে চমক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সদ্য সাবেক বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার ব্যুরো প্রধান সবুর শুভ।


শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৪২ সদস্যের মধ্যে ৩৯১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয়ে রাত সাড়ে নয়টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।


নির্বাচনে বিজয়ীদের ফলাফল:


✅ সভাপতি: রিয়াজ হায়দার চৌধুরী (২৩০ ভোট), প্রতিদ্বন্দ্বী ম. শামসুল ইসলাম (১৫৮ ভোট)
✅ সিনিয়র সহ-সভাপতি: স ম ইব্রাহিম (২৫৬ ভোট), প্রতিদ্বন্দ্বী মুজাহিদুল ইসলাম (১২৭ ভোট)
✅ সহ-সভাপতি: সাইদুল ইসলাম (২০৭ ভোট), প্রতিদ্বন্দ্বী সৌমেন ধর (১১২ ভোট), আলাউদ্দিন হোসেন দুলাল (৬৭ ভোট)
✅ সাধারণ সম্পাদক: সবুর শুভ (১৯৫ ভোট), প্রতিদ্বন্দ্বী হামিদ উল্লাহ (১৬৪ ভোট), রুবেল খান (৩১ ভোট)
✅ যুগ্ম সম্পাদক: ওমর ফারুক (১৯২ ভোট), প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন (১৮০ ভোট)
✅ অর্থ সম্পাদক: সোহেল সরওয়ার (২৫৮ ভোট), প্রতিদ্বন্দ্বী মো. তৌহিদুল আলম (১২১ ভোট)
✅ সাংগঠনিক সম্পাদক: সুবল বড়ুয়া (২৪৯ ভোট), প্রতিদ্বন্দ্বী ফারুক আবদুল্লাহ (১৩৪ ভোট)
✅ প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিনহাজুল ইসলাম (১৭৮ ভোট), প্রতিদ্বন্দ্বী তাসনিম হাসান রিয়াদ (১৩৭ ভোট), সরওয়ার কামাল (৬৪ ভোট)
✅ কার্যনির্বাহী সদস্য: আহসান হাবিবুল আলম (২০৫ ভোট), প্রতিদ্বন্দ্বী মাসুমুল ইসলাম (১৭৩ ভোট)


নির্বাচনে উত্তাপ ও ঐতিহ্যের ধারাবাহিকতা


চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, যা ৬৫ বছরের ঐতিহ্য ধারণ করে আসছে, এই নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওতাভুক্ত কোনো সংগঠনের প্রথম নির্বাচন এটি।


নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বেশ কিছু প্রতিকূলতা উপেক্ষা করেই নির্বাচনে অংশ নেন। ৫ আগস্টের পর তিনি চাকরিচ্যুত হন, কিন্তু তার দীর্ঘ সাংবাদিকতা ও নেতৃত্বের অভিজ্ঞতা এবারও তাকে বিজয়ী করেছে। তিনি এর আগে ২০১৬-১৮ মেয়াদে সিইউজের সভাপতি ছিলেন এবং আরও দুই দফায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সাধারণ সম্পাদক সবুর শুভও দীর্ঘদিন ধরে সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি দুই দফা যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।


বিভিন্ন পদে নির্বাচিতদের অভিজ্ঞতা ও পরিচিতি


সিনিয়র সহ-সভাপতি স ম ইব্রাহিম চট্টগ্রাম প্রেসক্লাব ও সিইউজের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। সহ-সভাপতি সাইদুল ইসলাম বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। যুগ্ম সম্পাদক ওমর ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।


অর্থ সম্পাদক সোহেল সরওয়ার সাংবাদিকতার পাশাপাশি একজন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলেট এবং চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ছিলেন। সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি ছিলেন।


নির্বাচনের সার্বিক চিত্র


নির্বাচন পরিচালনা করেন মোয়াজ্জেমুল হক, যার নেতৃত্বে নুরুল আমিন, নিজাম উদ্দিন, নওশেদ আলী খান, কামাল পারভেজ ও নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


সিইউজের এই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সাংবাদিক সমাজে এক নতুন আশার সঞ্চার হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির পর এমন নির্বাচন দেশে সাংবাদিকদের ঐক্য ও গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।


বিবার্তা/জাহেদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com