সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯
সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।


মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বাউসী ফয়েজের মোড় এলাকার সরিষাবাড়ী-দিকপাইত প্রধান সড়ক অবরোধ করে ঘণ্টা ব্যাপী প্রতিবাদ করে ব্যবসায়ীরা।


ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে আল-আমিন মিয়া (৩৫) দীর্ঘ দিন ধরে বালু, ইটের ব্যবসা করে আসছেন। এছাড়াও ফয়েজের মোড়ে একাধিক ব্যাবসা প্রতিষ্ঠানের মালিক। প্রতিদিনের মত আল আমিন মঙ্গলবার সকালে চা খেতে মোড়ে যান। এসময় অজ্ঞাত ৭/৮ জন যুবক অতর্কিতভাবে লাঠিসোঁটা নিয়ে ব্যবসায়ী আল-আমিনকে মারধর করে। পরে তার চিৎকারে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।


এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফয়েজের মোড় এলাকার সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।


আহত ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘যারা আমাকে মারধর করলো তাদের সাথে আমার কোন লেনদেন বা পারিবারিক ঝামেলা নেই। কেন তারা আমার উপর হামলা করেছে সেটাও আমি জানি না।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক শুভ্রত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়েছিলাম। সিসি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com