একটি দলের অপপ্রচার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে: মির্জা আব্বাস
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:২৫
একটি দলের অপপ্রচার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে: মির্জা আব্বাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এই অপপ্রচার তিনি আর সহ্য করতে পারছেন না জানিয়ে বলেন, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।’


মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


একটি দলকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আর পারছি না। আমার ধৈর্য্যে কুলাচ্ছে না। তারা বিএনপির বিরুদ্ধে যেভাবে অপ্রচারে চালাচ্ছে, আর সহ্য করতে পারছি না। সেটার বহিঃপ্রকাশ করে গেলাম। আর বলব না, আজকেই প্রথম, আজকেই শেষ।’


সেই দলটির নেতাকর্মীরা চাঁদাবাজি করে অন্যের ওপর দোষ চাপাচ্ছে বলেও এসময় দাবি করেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী।


তিনি বলেন, ‘অপকর্ম করছে নিজেরা, আর চাপিয়ে দিচ্ছে বিএনপি ওপর। নিজেরা চাঁদাবাজি করছে, তা চাপিয়ে দিচ্ছে বিএনপির ওপর। ওদের সরকার ক্ষমতায় আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। সরকার কী করে? আমি জানতে চাই, সরকার কয়জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে? এ জন্য আমি বলি নাই আমাকে মন্ত্রী বানাতে হবে।’


মির্জা আব্বাস জানান, এখন পর্যন্ত বিএনপি শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে।


তিনি বলেন, ‘অনেকে বলে, আপনারা দুইবার আওয়ামী লীগকে ভোট দিলেন, বিএনপিকে ভোট দিলেন, এবার আমাদেরকে দেন, আমাদেরকে দেখেন। কেন ভাই? একাত্তরে আপনাদের দেখি নাই, কীভাবে মানুষকে হত্যা করেছেন।’


মির্জা আব্বাসের দাবি, ‘আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তোমরা কী স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে কোথায় দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে। এটা কি আমি অস্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে একসময় হাসিনার মতো এরশাদের পতন ঘটিয়েছি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com