আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি: সিইসি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০:৫৩
আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি। যেকোনো নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে, তবে আলাপ আলোচনা হলে তা সমাধান করা সম্ভব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বিফ্রিংয়ের সময় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, এআই নিয়ে শঙ্কা ছিল প্রথম থেকেই, এটা মোকাবিলায় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।


এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয় তুলে ধরে সাংবাদিকদের প্রশংসা করেন। নাসির উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে আপনারা (সাংবাদিকরা) পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য পাচ্ছে।


পোস্টাল ব্যালট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছেন তারা সরাসরি কথা বলতে পেরেছেন প্রকল্প প্রধান ও পরিচালকের সঙ্গে। ১২২টা দেশ থেকে নিবন্ধন করেছেন প্রবাসীরা। এক এক দেশের পোস্টাল ভোটের সিস্টেম এক এক রকম। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের টিম কাজ করেছে। পোস্টাল ভোট সাকসেসফুলি করতে পারলে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের নাম।
বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com