দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গণভোট তাৎপর্যপূর্ণ : খাদ্য উপদেষ্টা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৩১
দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে গণভোট তাৎপর্যপূর্ণ : খাদ্য উপদেষ্টা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণভোট হচ্ছে জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণভোটের প্রচার এবং ভোটারদের অংশগ্রহণ উদ্বুদ্ধ করতে সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা আলী ইমাম বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ভোটারদের সচেতন ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো ভোটের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করা।


বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, গণভোটকে সফল করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণনিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।


সমাবেশে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোটে
অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির আহ্বান জানান।


উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনউপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে একটি শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com