গণঅভ্যুথানের আকাঙ্খা প্রতিফলন করতেই গণভোট: গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০২:৪০
গণঅভ্যুথানের আকাঙ্খা প্রতিফলন করতেই গণভোট: গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গণঅভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে
মঙ্গলবার (২০ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে সবাইকে অংশগ্রহন ও হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার হ্যা এর পক্ষে বলছে কারণ, সরকার গণ অভ্যুথানের গঠিত সরকার, গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট।


জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com